বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৯৯৩


১০ সেপ্টেম্বর ২০২৩, ৮:০৬ অপরাহ্ণ 

ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৯৯৩
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৮ জন ঢাকার বাসিন্দা, বাকি ৬ জন ঢাকার বাইরে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩০ জনে।

একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৯৯৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৯৪ জন ও ঢাকার বাইরের ১ হাজার ৯৯৯ জন।

শনিবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক লাখ ৪৮ হাজার ৩২৮ জন ডেঙ্গু রোগী হাসাপাতালে ভর্তি হয়েছে।

বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৩৭ হাজার ৭২৭ জন।