রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ কি পারবে শ্রীলঙ্কাকে হারাতে


৯ সেপ্টেম্বর ২০২৩, ১:৪৬ অপরাহ্ণ 

বাংলাদেশ কি পারবে শ্রীলঙ্কাকে হারাতে
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ এশিয়া কাপ সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। 

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল।

 ফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে জেতা খুব গুরুত্বপূর্ণ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।

শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কা বরাবরই বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ। দাসুন শানাকার শ্রীলঙ্কা সর্বশেষ ১২টি ওয়ানডের সব কটিতেই জিতে আত্মবিশ্বাসে টগবগ করছে। কিন্তু বাংলাদেশের জন্য এশিয়া কাপটা খুব ভালো যাচ্ছে না।

লাহোরে আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় তুলে নিলেও ক্যান্ডি আর লাহোরে তার আগে-পরের ম্যাচে ব্যাটিং হয়েছে খুবই বাজে। দুই ম্যাচেই বাংলাদেশ অলআউট ২০০-এর নিচে। বাংলাদেশ কি পারবে শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে আজকের ম্যাচটা জিততে?