উচ্চশিক্ষায় আগ্রহী কুবি শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছেন মেরী
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৫ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন প্রজাতন্ত্রের অবসরপ্রাপ্ত ১৩৬ কর্মকর্তা।
গতকাল শুক্রবার সাবেক এই কর্মকর্তারা এক যৌথ বিবৃতিতে ওই দাবি জানান। পলিসি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ সোসাইটি নামের একটি সংগঠনের সংবাদবিজ্ঞপ্তিতে সাবেক কর্মকর্তাদের যৌথ বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়।
বিবৃতিতে সাবেক কর্মকর্তারা বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।’
মিথ্যা ও সাজানো মামলায় সরকারের নির্দেশনায় আজ্ঞাবহ আদালত তাঁকে দণ্ড প্রদান করায় দীর্ঘদিন কারাভ্যন্তরে ছিলেন। সেখানে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়নি। বর্তমানে তিনি নিজ গৃহে কারাবন্দি আছেন। এ অবস্থায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ঢাকা এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বেগম খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে উন্নত ও সুচিকিৎসা প্রয়োজন।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতের পরিপ্রেক্ষিতে এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। এ অবস্থায় আমরা সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে বেগম জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।
সাবেক কর্মকর্তা যাঁরা বিবৃতিতে সই করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন—এ এস এম আব্দুল হালিম, মো. আবদুল কাউয়ুম, মো. ইসমাইল জবিউল্লাহ, সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, মো. আব্দুর রশীদ সরকার, ড. মোহাম্মদ জকরিয়া, মকসুমুল হাকিম চৌধুরী, মো. আবদুজ জাহের, আফতাব হাসান প্রমুখ।