রাজধানীর নিউ ইস্কাটন রোডের স্বপ্নধারার আক্তার মালা ফারজানা নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। গত মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে, ১৪ তলা থেকে লাফ দিয়ে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
এ ঘটনার পর তার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার সৎমা বর্তমানে বরিশাল আছেন।
এই ছাত্রী সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অনার্স প্রথম বর্ষের ছিল। তার বাবা আনোয়ার-উল ইসলাম সাগর মৃধা পেশায় একজন ঠিকাদার। তারা পরিবার সহ রাজধানীর ইস্কাটন রোডের স্বপ্নধারায় থাকতেন।
ময়না তদন্তের জন্য রাতেই নিহতের লাশ রমনা থানা পুলিশ ঢাকা মেডিক্যাল মর্গে প্রেরন করেছে। স্বজনদের বলছে নিহত ফারজানা আত্মহত্যা করেছে। তবে কেন বা কি কারনে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু জানেনা তারা।
স্বজনদের নিকট জানা যায়, সে আত্মহত্যা করেছে কলেজ থেকে ফিরেই। পোস্ট মর্টেম রিপোর্ট ও আইনি প্রক্রিয়া শেষ হলে নিহতের লাশ গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুরে নেওয়া হবে। এদিকে নিহতের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।
রমনা থানার পরিদর্শক হুমায়ুন কবির জানান, বিকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যা না-কি আত্মহত্যা, সেটি জানতে পারিনি।