
তথ্য চাওয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক গ্রাম পুলিশকে বেদড়ক মারপিট করার অপরাধে ইউপি সদস্যকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
ইউপি সদস্য কর্তৃক মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে জগেন্দ্র নাথ রায় (৪০) নামের এক গ্রাম পুলিশ। গত রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে নেকমরদ বাজার চেয়ারম্যান মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জগেন্দ্র নাথ রায় ওই গ্রাম পুলিশ নেকমরদ পারকুন্ডা গ্রামের মৃত. ভাইন বাবুর ছেলে।
জানা গেছে, জগেন্দ্র নাথ রায় ইএসডিও নামের এক এনজিও'র কাছে ঋণ নিয়ে টাকা পরিশোধ করেন। তবে যে কর্মকর্তা টাকা নেন সেই কর্মকর্তা বদলি হওয়ায় টাকা না পেয়ে নতুন এনজিও কর্মকর্তা চাপ প্রয়োগ করলে আবারও ঋণের টাকা পরিশোধ করে দেন।
সেই ঘটনা ইউপি সদস্য দবিরুল (৫৫) ইসলামের কাছে বললে হঠাৎ ক্ষিপ্ত হয়ে দবিরুল ইসলাম ও তার ছেলে রুবেল (৩০) গ্রাম্য পুলিশকে বেধরক মারপিট করে। পরে স্থানীয়রা গ্রাম্য পুলিশের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
ঘটনার দিন থানায় ও উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন গ্রাম পুলিশ জগেন্দ্র নাথ রায়।
নেকমরদ ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতে ইউপি সদস্য ও তার ছেলে কর্তৃক গ্রাম পুলিশকে মারধরের ঘটনা শুনেছি। ইউপি সদস্য কাজটি ঠিক করেননি।
উপজেলা নিবার্হী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি তদন্তকরে ব্যবস্থা নেওয়া হবে।
থানা অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা হয়েছে এবং একজন আসামিকে গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধায় গ্রেফতার হয়েছে।