
খুকৃবি গ্রেটার ময়মনসিংহ এসোসিয়েশনের দায়িত্বে সহকারী অধ্যাপক শরিফুল ও শিক্ষার্থী শাহীন
৫ সেপ্টেম্বর ২০২৩, ১:৩১ অপরাহ্ণ
৭ সেপ্টেম্বর ভারতসহ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা 'জওয়ান'। ছবিটি নিয়ে বেশ কিছুদিন ধরেই তুমুল উত্তেজনা বিরাজ করছে শাহরুখ ভক্ত ও সিনেমাপ্রেমী দর্শকের মনে। সম্প্রতি দুবাইয়ে জমকালো আয়োজনে জওয়ানের ট্রেইলার প্রকাশের পর অনুরাগীদের মধ্যে শোরগোল পড়ে গেছে। পাশাপাশি অগ্রিম টিকিট বিক্রিতেও দেখা দিয়েছে হুলস্থুল কান্ড। শাহরুখ খানের কোনো সিনেমার ক্ষেত্রে এমনটি দেখা যায়নি আগে।
পরিচালক অ্যাটলি কুমার পরিচালিত এই ছবিতে নানান রকম অবতারে দেখা যাবে বলিউড বাদশাকে। রোববার পর্যন্ত ভারতে 'জওয়ান'র অগ্রিম টিকিট বিক্রির পরিমাণ ছাড়িয়েছে ৪ লাখ ৬০ হাজার। ধারণা করা হচ্ছে, এটি 'পাঠান' এমনকি 'বাহুবলী টু' সিনেমার অ্যাডভান্স বুকিংয়ের রেকর্ডও ভেঙে দেবে। অতিরিক্ত চাহিদার চাপ সামলাতে বাড়ানো হয়েছে টিকিটের দাম, বাড়ানো হয়েছে শোর সংখ্যাও।
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে বাংলাদেশেও শাহরুখ খানের জওয়ান মুক্তির জোর প্রস্তুতি চলছে। বাংলাদেশের সিনেমাপ্রেমিদের মনেও বিরাজ করছে জওয়ান উন্মাদনা। অনেকেই সিনেমাটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন। যার দরুন ঈদের উৎসবের মতো বাড়ানো হয়েছে প্রেক্ষাগৃহের সংখ্যা। যদিও এখন পর্যন্ত সিনেমাটি কতটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, তার সঠিক সংখ্যা জানা যায়নি। এরই মধ্যে রোববার সিনেমাটি বাংলাদেশের সেন্সর বোর্ডে জমা পড়েছে। আর আগামীকাল বুধবার থেকে বাংলাদেশে জওয়ানের অগ্রিম বুকিং শুরু হবে বলে জানিয়েছেন ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার চিত্র পরিচালক অনন্য মামুন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন তিনি। পোস্টে অনন্য মামুন লিখেছেন, বুধবার থেকে বাংলাদেশে শুরু হবে 'জওয়ান'র অগ্রিম টিকিট বুকিং। অনন্য মামুন জানান, আশা করছি দ্রম্নতই ছবিটি সেন্সর ছাড়পত্র পাবে। জ্ঞ
সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়া নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। পাশাপাশি নিয়ম ভেঙে বাংলাদেশে এই সময়ে কোনো হিন্দি সিনেমা আনা হলে আন্দোলনে যাওয়ারও হুমকি দিয়েছে চলচ্চিত্র পরিবারের একাংশ। চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির অলিখিত নিয়ম অনুযায়ী, সাধারণত বাংলাদেশে সিনেমা মুক্তি পায় সপ্তাহের প্রথম দিন শুক্রবার। তাই বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মুক্তি নিয়ে আপত্তি উঠেছে। এ বিষয়ে চলচ্চিত্রের সমিতি ও দায়িত্বশীলরা বলছেন বিপরীতমুখী কথা। চলচ্চিত্র পরিবেশক ও প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, 'এ বিষয়ে আমাদের ধরা-বাঁধা কোনো নিয়ম নেই, যে কোনো দিন সিনেমা মুক্তি পেতে পারে।' তবে তার কথায় ভিন্নমত পোষণ করে সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু জানান, 'বাংলাদেশে সিনেমা মুক্তির একটাই বার তা শুক্রবার। তবে পুরনো কোনো সিনেমা নতুন করে আবার মুক্তি পেলে নিয়ম প্রযোজ্য হবে না। কিন্তু নতুন সিনেমা শুক্রবারই মুক্তি পেতে হবে। সিনেমা মুক্তি দেওয়ার আগে প্রযোজক সমিতিতে নাম নিবন্ধন করতে হয়। আমাদের প্রযোজক সমিতির নিয়মে ঈদ ছাড়া এক সপ্তাহে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়ার সুযোগ নেই।' বৃহস্পতিবার মুক্তি নিয়ে জটিলতার বিষয়ে অনন্য মামুন বলেন, 'অতীতে এমন আরও হয়েছে, শুক্রবার ছাড়াও এ দেশে সিনেমা মুক্তি পেয়েছে।
প্রযোজক-পরিবেশক সমিতির তথ্য অনুযায়ী, আগামী ৮ সেপ্টেম্বর মুক্তির তালিকায় আছে দুটি বাংলা সিনেমা। দেলোয়ার জাহান ঝন্টুর 'সুজন মাঝি' ও মুশফিকুর রহমান গুলজারের 'দুঃসাহসী খোকা'। এছাড়া দীপঙ্কর দীপনের পরিচালনায় 'অন্তর্জাল'ও একই দিনে মুক্তির কথা শোনা যাচ্ছিল। যদিও জওয়ানের মুক্তির খবরে ব্যবসায়িক লোকসানের চিন্তা করে অন্তর্জাল সিনেমাটির মুক্তির তারিখ আরেক দফা পিছিয়েছেন পরিচালক দীপঙ্কর দীপন।
অন্যদিকে নিয়ম ভাঙার অভিযোগ তুলে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, প্রযোজক সমিতির নিয়মে একই সপ্তাহে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়ার সুযোগ নেই। সে হিসেবে আমি আর পরিচালক মুশফিকুর রহমান গুলজার আবেদন করেছিলাম। ঝন্টু আরও বলেন, এরপরও যদি নিয়মের বাইরে গিয়ে জওয়ান বা তৃতীয় কোনো সিনেমা মুক্তি দেওয়া হয়, তাহলে প্রযোজক সমিতির দায়িত্বে যারা আছেন, তাদের টেনে-হিঁচড়ে রাস্তায় নামানো হবে।
রোববার বিকালে ঘোড়ার গাড়িতে চড়ে 'সুজন মাঝি'র টিমসহ ছবির প্রচারণা করেন দেলোয়ার জাহান ঝন্টু। এ সময় ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক ফেরদৌস আহমেদও উপস্থিত ছিলেন। বিকেলে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের কাছে নিজের ছবির সার-সংক্ষেপ তুলে ধরার পাশাপাশি দেশের মাটিতে নিয়ম ভেঙে জওয়ান মুক্তির তীব্র নিন্দা জানান তিনি। তবে এতকিছুর পরও চলতি সপ্তাহেই বাংলাদেশে জওয়ান মুক্তির পূর্ণ প্রস্তুতি চলছে। এখন দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়!
জওয়ান' সিনেমার মাধ্যমে প্রথমবার দক্ষিণী সিনেমার নামজাদা পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে কাজ করেছেন শাহরুখ খান। অন্যদিকে এর মধ্য দিয়ে নিজের স্বপ্নের নায়ক শাহরুখ খানের বিপরীতে প্রথমবার অভিনয় করলেন দক্ষিণী সিনেমা লেডি সুপারস্টার খ্যাত অভিনেত্রী নয়নতারা। ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাতে খলনায়কের চরিত্রে থাকছেন বিজয় সেতুপতি। এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরার মতো তারকারা। কিন্তু এবার বিশেষ এক চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে।