
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৩৯ অপরাহ্ণ
দেশ বাচাঁন মানুষ বাঁচান শিরোনামে ঝিনাইদহ জেলা বিএনপি লিফলেট বিতরন কর্মসূচি পালন করেছে।
আজ শনিবার (১৭ই ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটার সময় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন। উক্ত কর্মসূচির নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. আব্দুল মজিদ।
সে সময় নেতা কর্মীরা বিভিন্ন সড়ক ঘুরে পথচারী ও দোকানে দোকানে গিয়ে দোকানদার ও খরিদ্দারদের মাঝে লিফলেট বিতরণ করে। লিফলেটের মাধ্যমে বিডিয়ার হত্যা, জিনিসপত্রের উর্ধ্বগতি ও সরকারের নানা অপকর্ম রুখে দেয়ার কথা বলা হয় ।
লিফলেট বিতরণের এক পর্যায়ে শহরের পায়রাচত্তর এলাকায় পৌছালে পুলিশ বাধা দিলে তাদের কার্যক্রমটি ছত্রভঙ্গ হয়ে যায়। জেলা যুবদলের সাদ্দাম হোসেন নামের এক কর্মীকে আটক করে সদর থানার ওসি মোঃ শাহীন উদ্দিন, আটককৃত সাদ্দাম হোসেনকে থানায় সোপোর্দ করা হয়েছে। সাদ্দাম হোসেন ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের তোয়াজ উদ্দিনের ছেলে।