বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চলে গেলেন না ফেরার দেশে


১৬ ফেব্রুয়ারি ২০২৪, ৫:১৮ অপরাহ্ণ 

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চলে গেলেন না ফেরার দেশে
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,বগুড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার,বগুড়া বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য, সাবেক বগুড়া জেলা জজ আদালতের সরকারি কৌসুলি (পিপি)বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট রেজাউল করিম মন্টু ভোর ৬.৩০ ঘটিকায় শজিমেক হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের মৃত্যুতে বগুড়া জেলায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু এমপি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি সহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা  মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।