খুকৃবিতে ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় ব্যাচের শিক্ষা সফর
রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
৩ সেপ্টেম্বর ২০২৩, ৭:১৯ অপরাহ্ণ
ফেসবুকে প্রেমের টানে বিয়ের উদ্দেশ্যে সুদূর ফিলিপাইন থেকে জয়পুরহাটের ক্ষেতলালে ছুটে এসেছেন আনা মারিয়া ভেলাস্কো (৩৮) নামে এক তরুণী ।
প্রেমিক আব্দুল্লাহ হেল আমান সৌহার্দ্য(৩৯) উপজেলার মামুদপুর ইউনিয়নের মিনিগাড়ী গ্রামের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শারফুল ইসলাম তালুকদারের বড় ছেলে।
রবিবার (০৩ সেপ্টেম্বর) সকালে প্রেমিক আব্দুল্লাহ হেল আমানের ভাড়া বাসা ক্ষেতলাল পৌর এলাকায় চলে আসেন তিনি।
জানা গেছে, গত ২/৩ বছর যাবত ফিলিপাইন তরুণী আনা মারিয়া ভেলাস্কো'র সাথে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সৌহার্দ্যের । বিবাহের উদ্দেশ্যে বিমান যোগে গত ০২ (সেপ্টেম্বর) শনিবার ঢাকা শাহাজালাল আন্তজার্তিক বিমান বন্দরে পৌঁছায় ফিলিপাইন ওই নারী। খবর পেয়ে প্রেমিক আব্দুল্লাহ ০৩ (সেপ্টেম্বর) রবিবার সকাল ১০ টার দিকে ওই যুবতীকে নিয়ে ক্ষেতলাল পৌরসভার সদরে ভাড়া বাসায় পৌঁছায়। ওই দিন বাদ যহর দুজনে ইসলামিক শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের সময় ওই যুবতীর নতুন নাম রাখা হয় মরিয়ম আমান।
এবিষয়ে প্রেমিক আব্দুল্লাহ হেল আমান বলেন, মারিয়ার সাথে আমার প্রায় দীর্ঘ ২/৩ বছরের প্রেমের সম্পর্ক। ফেসবুকে যখন আমাদের পরিচয় হয় তখন সে সৌদি আরবে কর্মরত ছিল। ওখান থেকে সে নিজের দেশে না গিয়ে ভালবাসার টানে আমার কাছে চলে আসে। আজকে আমাদের শুভ বিবাহ সম্পূর্ণ হয়েছে।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, সকাল ১০ টার সময় আমি জানতে পারি ফিলিপাইন থেকে এক নারী আমাদের ক্ষেতলাল থানায় অবস্থান করছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে বৈধ কাগজপত্র নিয়ে সে বাংলাদেশে এসেছে।