
তথ্য চাওয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
১৯ জুলাই ২০২৩, ৫:৫৯ অপরাহ্ণ
আলেক্সান্ডার সিরস্কি বলেছে, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে দ্রুতই সাফল্য অর্জন করা অসম্ভব। সিরস্কি ইউক্রেনের শীর্ষ পর্যায়ের একজন সামরিক অধিনায়ক জেনারেল।
তিনি আরও বলেন, “অগ্রগতি যতটা দ্রুত হবে বলে আশা করেছি, রণাঙ্গনে তেমনটা ঘটেনি।”
সাংবাদিকদের তিনি জানান, “বাখমুত শহরকে ইউক্রেনীয় বাহিনী ঘিরে রেখেছে, যেটি গত মে মাসে রুশ সেনারা দখল করেছিলেন দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর।”
তিনি আরও জানান, “সেই স্থানের ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, তারা ওডেসার অঞ্চলে রাশিয়ার বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিশটিরও বেশি ড্রোন ইতিমধ্যে ভূপাতিত করেছে।
জেনারেল সিরস্কি রাজধানী কিয়েভ শহরের প্রতিরক্ষায় নেতৃত্ব দিয়েছিলেন গত বছর পূর্ণ মাত্রায় রুশ অভিযানের শুরুতে। তিনিই ছিলেন খারকিভে ইউক্রেনের চমকদার এবং সফল পালটা আক্রমণের পেছনে মূল পরিকল্পনাকারী। এখন সে পূর্ব ইউক্রেনের সামরিক অভিযানের প্রধান হিসাবে আছেন এবং নতুন পাল্টা অভিযানের তত্ত্বাবধান করছেন।