শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

স্থানীয় জনগোষ্ঠীর কৃষি সেবা নিশ্চিত করণ কর্মশালা


৩১ আগস্ট ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ণ 

স্থানীয় জনগোষ্ঠীর কৃষি সেবা নিশ্চিত করণ কর্মশালা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় জনগোষ্ঠীর কৃষি সেবা নিশ্চিত করণে সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠনসমূহের সমন্বয়ে ত্রৈমাসিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কেয়ার বাংলাদেশ’এর সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারীর প্রদৃপ্ত প্রকল্প এর আয়োজন করে। এতে উপজেলার লালুয়া ও মিঠাগঞ্জ ইউনিয়নের ২০ জন প্রান্তিক নারী ও পুরুষ কৃষক অংশগ্রহন করেন। অনুষ্ঠানে  সভাপত্বিত করেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথির বক্তব্য রাখের উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ.আর.এম সাইফুল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক ফেরদৌস আলম, লালুয়া ইউপি চেয়ারম্যান মো.শওকত হোসেন তপন বিশ্বাস, মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান মো.মেজবাহ উদ্দিন খান, উপজেলা খাদ্য অধিদপ্তরের এস আই মো.মেহেদী হাসান প্রমুখ।

কর্মশালায় সরকারি প্রতিষ্ঠানে ন্যায্য মূল্যে ধান বিক্রি, কৃষকদের নিবন্ধন করণ ও নাম সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়।