খুকৃবিতে ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় ব্যাচের শিক্ষা সফর
রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
৩০ আগস্ট ২০২৩, ১২:৩৭ অপরাহ্ণ
দেশে ডেঙ্গু পরিস্তিতির মারাত্মক অবনতি ঘটেছে । কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২২৯১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গু কেড়ে নিল আরও ১৩ জনের জীবন। ঢাকার চেয়ে বাইরে ডেঙ্গু আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। কিন্তু মৃত্যুর হার ঢাকায় বেশি। রোগীদের চিকিৎসা সেবা দিতেই হিমশিম খাচ্ছেন ডাক্তার-নার্স ও কর্মচারীরা।
বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনই ডেঙ্গু রোগী বাড়লেও মশা মারার দৃশ্যত কার্যকর কোন পদক্ষেপ চোখে পড়ছে না। অথচ ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবায় যে অর্থ ব্যয় হচ্ছে তার তিন ভাগের এক ভাগ টাকা খরচ করে মশা মারার মাধ্যমে সারা বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
বর্তমানে সরকারি হাসপাতালে ৪৬ হাজার চিকিৎসক রয়েছেন। কিন্তু এর বিপরীতে নার্স প্রয়োজন প্রায় দেড় লক্ষাধিক। নার্স আছে কেবল মাত্র ৫৮ হাজার। বিএমএ মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, ডাক্তাররা শুধুমাত্র ব্যবস্থাপত্র দেন। রোগী গ্রহণ থেকে শুরু করে ছাড়পত্র প্রদান পর্যন্ত দায়িত্ব পালন করেন নার্সরা, একেত্রে সব সময় তাঁদের একটা বড় ভূমিকা থাকে । এমনিতেই দেশে ডাক্তার-নার্স সংকট। অন্যান্য রোগীদেরই হাসপাতালে জায়গা নেই। তার উপর প্রতিদিন ডেঙ্গু রোগী বাড়ছে। চিকিৎসকরা বলেন, আমরা আর ডেঙ্গু রোগী চাই না। মশা মারার ব্যবস্থা করুন। মশা নিধন করলে ডেঙ্গু রোগীও হবে না। কিন্তু দায়িত্বশীল ব্যক্তিরা মুখে বড় বড় কথা বলছেন। মশা মারার কাজের কাজ কিছুই করছেন না। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, মিডফোর্ট হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতালের কোথাও নতুন রোগী ভর্তির জায়গা নেই।
এসব হাসপাতালের কর্তৃপক্ষরা বলেন, কোন বেড খালি নেই, মেঝেতে, বারান্দায় ও সিঁড়ির নিচে বেড বসানোর আর জায়গা নেই। মশা মারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু এই সহজ কাজটা কঠিন করা হচ্ছে। এর ফলে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে সংশ্লিষ্ট বিভাগের। কিন্তু কোন কাজে আসছে না। বেসরকারি হাসপাতালগুলোতেও সিট খালি নেই। আবার অনেকে বেসরকারি হাসপাতালে গিয়ে সর্বশান্ত হচ্ছেন দালালের খপ্পরে পড়ে। অনেক রোগীর আইসিইউ প্রয়োজন না থাকলেও , তাকে আইসিইউতে ঢুকিয়ে রেখে রোগীর অভিভাবকের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে । প্রতিদিনই এমন প্রতারণার ঘটনা ঘটছে । ঢাকা শিশু হাসপাতাল ও রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে রোগী ভাগিয়ে নেওয়ার কাজে শক্তিশালী দালাল চক্র গড়ে উঠেছে । এর সঙ্গে এক শ্রেণীর ডাক্তার, নার্স ও কর্মচারীরা জড়িত ।
এমিরেটস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, মশা মারার কোন বিকল্প নেই। মশা মারলে রোগী থাকবে না। এডিস মশা নিয়ন্ত্রণে আসলে ডেঙ্গুও নিয়ন্ত্রণে চলে আসবে। আর মশা হলো একটি চিহ্নিত শত্রু। এটা মারা কোন কঠিন কাজ নয়। কিন্তু এক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দেওয়া হয়েছে। তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় যে অর্থ ব্যয় হচ্ছে, তার তিন ভাগের এক ভাগ অর্থ ব্যয় করলে এডিস মশা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. নাজমুল হক বলেন, মশা মারলে ডেঙ্গু থাকবে না-এটাই স্বাভাবিক। ইতিমধ্যে ডেঙ্গু রোগীর সংখ্যা সক্ষমতার বাইরে চলে গেছে। মশা মেরে এখনই নিয়ন্ত্রণ করতে হবে। তিনি আরও বলেন, রোগ প্রতিকার হলো সর্বোত্রম ব্যবস্থা। হাম সহ অনেক রোগ নিয়ন্ত্রণ করা হয়েছে টিকা প্রদানের মাধ্যমে। ডেঙ্গুর প্রতিকার হলো মশা মারা।