৭৪ বছরে পা রাখলো মোংলা বন্দর
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
১২ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৫৪ অপরাহ্ণ
নরসিংদীতে ৩ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ সোমবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে জেলা গোয়েন্দা শাখা সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় নরসিংদী পৌর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো কক্সবাজার জেলার টেকনাফ থানার নয়াপাড়া মধুহানিলা এলাকার নূর আহম্মেদ এর ছেলে শফিক আহম্মেদ (৩৬), নরসিংদীর রায়পুরা থানার বাঘাইকান্দি এলাকার শায়েদ আলীর ছেলে মো: পাভেল (৩৩) ও একই থানার চরআড়ালিয়া এলাকার আশরাফ উদ্দিনের ছেলে হাবিবুর রহমান হাবিব (৪০)।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক মোস্তাক আহাম্মেদ ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির সামনের সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনজনকে আটক করে তাদের দখল হতে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তারা কক্সবাজার হতে নরসিংদী শহরে বিক্রির জন্য এসব ইয়াবা নিয়ে আসছিল। এ ঘটনায় আজ সোমবার (১২ ফেব্রুয়ারী) সদর মডেল থানায় ৩ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। তাদেরকে আদালতে পাঠানো হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।