ফরিদপুরে অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
২৯ আগস্ট ২০২৩, ৬:০৮ অপরাহ্ণ
জয়পুরহাটের ক্ষেতলালে রাতে বিয়ে সকালে সড়ক দূর্ঘটনায় বরের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া। মঙ্গলবার সকাল ৯টায় বিয়ের বাজার করতে যাওয়ার পথে জাকারিয়া হোসেন (২০) নামের এক যুবকের সড়ক দূর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটে। নিহত জাকারিয়া উপজেলার মামুদপুর ইউনিয়নের কুটিপাড়া বাড়ইল গ্রামের রেজাউল এর ছেলে।
পরিবারসূত্রে জানা গেছে, নিহত জাকারিয়া হোসেন বগুড়ার দুঁপচাচিয়া উপজেলার একটি টাইলস ফ্যাক্টরিতে চাকরি করতেন। গত সোমবার রাত ১ টার সময় ক্ষেতলাল পৌর এলাকার বুড়াইল গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম এর মেয়ে জেমি আক্তারের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়।
মঙ্গলবার (২৯আগস্ট) সকাল ৯ টার সময় নতুন বউয়ের জন্য বাজার করতে মটরসাইকেল যোগে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে কাহালু উপজেলার বারইল নামক স্থানে এসে পৌঁছলে দ্রুতগতির একটি লড়িট্রাক্টর পিছন থেকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
কাহালু থানার (ওসি) মাহমুদ হাসান, সড়ক দুর্ঘটনায় জাকারিয়া হোসেন এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।