রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

জাবিতে ধর্ষণের বিরুদ্ধে নিপীড়ন বিরোধী মঞ্চের সংহতি সমাবেশ


জাবিতে ধর্ষণের বিরুদ্ধে নিপীড়ন বিরোধী মঞ্চের সংহতি সমাবেশ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত দম্পতিকে ডেনে এনে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও মাদকমুক্ত ক্যাম্পাসের দাবিতে গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) সংহতি সমাবেশ করেছে নিপীড়ন বিরোধী মঞ্চ।

সমাবেশে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা পাঁচ দফা দাবি জানান। তাদের দাবিগুলোর হলো- ধর্ষক ও তার সহায়তাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে দ্রুত বের করে নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা এবং র‍্যাগিং সংস্কৃতির সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা, নিপীড়ক শিক্ষক মাহমুদুর রহমান জনির বিচার নিষ্পত্তি করা সহ ক্যাম্পাসে বিভিন্ন সময়ে নানাবিধ অপরাধে অভিযুক্তদের বিচারের আওতায় আনা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও মীর মশাররফ হোসেন হলের প্রভোস্টের অপরাধ তদন্ত করতে হবে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে তদন্ত চলাকালে প্রশাসনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা, মাদকের সিন্ডিকেট চিহ্নিত করে জড়িতদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

সমাবেশে উপস্থিত হয়ে অধ্যাপক পারভীন জলি বলেন, আমাদের উদ্দেশ্য একটাই ধর্ষক মোস্তাফিজ ও তাকে ধর্ষণে যারা সহযোগিতা করেছেন তাদের শাস্তি নিশ্চিত করা এবং অন্যান্য দাবি গুলো বাস্তবায়ন করা।  এবার মীর মশাররফ হোসেন হলের ঘটনায় ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজ ধর্ষণ করেছে এক গৃহবধূকে। সময় পাল্টালেও শিরোনাম পাল্টায়নি। যারা ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতা করেছে তাদের চরিত্র পাল্টায়নি। এ বিশ্ববিদ্যালয়ে ক্ষমতার এত আঁধার তারা পায় কোথায়। এই সংগঠনের নেতৃবৃন্দ এই ক্যাম্পাসে কোন জনসম্পৃক্ত আন্দোলনে অংশগ্রহণ করতে পারে নি। বরং কেউ করলে তাতে বাঁধা দিয়েছে। এই ক্যাম্পাসে তাদের ইতিহাস ন্যক্কারজনক। কালকের কর্মসুচী সন্ধ্যা ৭ টায় মশাল মিছিল হবে।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী সোহাগী সামিয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম সেলিম, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মাফরুহী সাত্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রব্বানী, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী সাথি মজুমদার, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক সামি আল জাহিদ প্রিতম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাবেক সভাপতি নাসিরুদ্দিন প্রিন্স প্রমুখ।