
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
১০ ফেব্রুয়ারি ২০২৪, ৮:০৯ অপরাহ্ণ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে শতাধিক কম্বল বিতরণ করে দুস্থদের পাশে দাঁড়ালো ছাত্রলীগ।
আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এ কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক বিজন মোহন চাকী বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম, সহসভাপতি লুবনা হক মিমি, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর বাবুল, মোমিন সহ অসংখ্য নেতাকর্মীরা।
এ সময় পোমেল বড়ুয়া বলেন, প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে দুস্থদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানবতার তাগিদে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো।