উচ্চশিক্ষায় আগ্রহী কুবি শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছেন মেরী
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
১০ ফেব্রুয়ারি ২০২৪, ৭:০৭ অপরাহ্ণ
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় পৌর ঈদগাহ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ঘোড়াশাল পৌরসভা সাবেক মেয়র মো. শরীফুল হক শরীফ।
এই উপলক্ষে সাবেক জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গঠিত ঢাকা একাদশ বনাম তুষার একাডেমির প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়।
ঘোড়াশাল পৌরসভার মেয়র-আল মুজাহিদ হোসেন তুষার এর সভাপতিত্বে উদ্বোধনী টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কাউছার হামিদ, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কারিউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
উদ্বোধনী প্রীতি ম্যাচে তুষার একাডেমি ১-০ গোলে ঢাকা একাদশকে পরাজিত করে।
খেলায় একমাত্র গোলটি করেন তুষার একাডেমির খেলোয়ার অয়ন। এই টুর্নামেন্টে আগামীকাল থেকে দেশের বিভিন্ন জেলার মোট ১৬টি ফুটবল দল অংশগ্রহণ করবে।