রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

ফরিদপুরে বৃদ্ধের ‌লাশ উদ্ধার


১০ ফেব্রুয়ারি ২০২৪, ৪:৩৭ অপরাহ্ণ 

ফরিদপুরে বৃদ্ধের ‌লাশ উদ্ধার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বাইল্লাহাটি কারিকর পাড়া গ্রামের ০৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ হাবিবুর রহমান বেপারী (৬৫), পিতা: মৃত ইউনুস বেপারী, নামে এক ব্যক্তির গলাকাটা লাশ ভাঙ্গা থানা পুলিশ আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় তার লাশটি উদ্ধার করে।

জানা গেছে, গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে হাবিবুর রহমান কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে এলাকার মসজিদে মাইকিং করা হলেও তাকে খুঁজে পাওয়া যায় নাই।

আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বাইল্লাহাটি কারিগর পাড়া গ্রামের মহিউদ্দিন বেপারীর কলোই ক্ষেতের মধ্যে হাবিবুর রহমান বেপারী লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে ভাঙ্গা থানা সার্কেল এবং ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট কার্যক্রম চলমান রয়েছে।