শনিবার, ২ নভেম্বর, ২০২৪

মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার


১০ ফেব্রুয়ারি ২০২৪, ৪:০৫ অপরাহ্ণ 

মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ফরিদপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাস যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ‌ দীর্ঘ আট বছর ধরে পলাতক আসামী মোহাম্মদ আজাদ মিয়াকে ‌কোতোয়ালি থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফরিদপুর জেলার মধুখালী থানার মামলা নং-১৯, তারিখ-২২/০৫/২০১৬ খ্রিঃ ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ); মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত  ০৮ (আট) বছর ধরে পলাতক আসামী মোঃ আজাদ মিয়া (৪৮), পিতা-হাবুল্লা মিয়া, সাং-নেছরদিয়া, থানা-মধুখালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিভিন্ন সময় বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে ফরিদপুর সহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। আসামীর নামে পূর্বে আরও ৭ টি মামলা ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।