ফরিদপুরে অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
৯ ফেব্রুয়ারি ২০২৪, ৫:২৯ অপরাহ্ণ
রাজবাড়ী গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের আয়োজনে ডোনার্স ডে পালিত |
গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন |
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাব। গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের আয়োজনে ডোনার্স ডে পালিত হয়েছে।
শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় রাজবাড়ী গোয়ালন্দে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাব এর আয়োজনে ডোনার্স ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আপনার রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন এই স্লোগানকে সামনে রেখে গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাব ২০১৯ সালে ১৬ই ডিসেম্বরে যাত্রা শুরু করেন। এটি একটি অলাভজনক সংগঠন যা মানুষের সেবার কাজে সব সময় শ্রম দিয়ে থাকে। এই সংগঠন শুরু হয় গুটিকয়েক যুবক দিয়ে এখন তা প্রায় আট শত সদস্যের একটি সংগঠন হয়েছে।
গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাব এখন সারা বাংলাদেশেই রক্তদান করে থাকে। এই গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাব করোণার সময় অক্সিজেনের ব্যবস্থা করে অনেকেরই জীবন বাঁচিয়েছিলেন এবং নিজস্ব অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করে অনেকের হসপিটালে নিয়ে যেতে সহযোগিতা করে ছিলেন। এরই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছেন গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাব।
গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের আয়োজনে সকাল ১১ টায় টি শার্ট বিতরণ ও দুপুর ২ টার দিকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন ।এরপর তিনটার সময় বিশাল এক র্যালি গোয়ালন্দ প্রপার হাই স্কুল থেকে বের হয়ে গোয়ালন্দ উপজেলা মাঠ প্রাঙ্গনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন,গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী,গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক ও গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি মোঃ সেলিম মুন্সী, গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মিলন, গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কলিন্স পার্থ, গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের কোষাধক্ষ মোঃ শফিক মন্ডল,গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল,গোয়লন্দ ব্লাড ডোনার্স ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।