খুকৃবিতে "জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট" উদ্বোধন
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
৮ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৪৮ অপরাহ্ণ
নারীদের আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তুলতে অসহায় দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব নীলফামারী এলিটস। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জেলা শহরের সবুজ পাড়ায় অবস্থিত ক্লাবের কার্যালয়ে অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন তুলে দেন ক্লাবের সদস্যরা।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব নীলফামারী এলিটস এর সভাপতি লায়ন এ্যাড. গোলাম মোস্তফা (সজীব), কোষাধ্যক্ষ লায়ন এ্যাড. মো. মশিউর রহমান, পরিচালক লায়ন এ্যাড. রাসাদ রিদওয়ান, লায়ন এ্যাড. সাগিরা আরসীত জাহান জেনী প্রমুখ।
লায়ন্স ক্লাব অব নীলফামারী এলিটস এর সভাপতি লায়ন এ্যাড. গোলাম মোস্তফা (সজীব) বলেন, 'সমাজে নিম্নবিত্ত পিছিয়ে পড়া অনেক নারী আছেন যারা ভালো সেলাইয়ের কাজ জানা সত্ত্বেও সেলাই মেশিন না থাকায় সেলাইয়ের কাজ করত পারে না। একটি সেলাই মেশিন হলে জীবনযুদ্ধে পিছিয়ে পড়া সেই নারীরা এক ধাপ এগিয়ে যেতে পারবে বলে আমরা মনে করি। তাই লায়ন্স ক্লাব অব নীলফামারী এলিটস এর উদ্যোগে অসহায় দুস্থ নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ করা হলো। এর আগে তীব্র শীতে ক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমাদের ক্লাব সব সময় অসহায় মানুষের পাশে আছে। আগামীতেও নানা কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকবে।'