রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

চবিতে ভর্তিযুদ্ধ শুরু ২ মার্চ


চবিতে ভর্তিযুদ্ধ শুরু ২ মার্চ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আগামী ২ মার্চ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা। গত ৪ জানুয়ারি থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষার আবেদন চলে গত ১৮ জানুয়ারি পর্যন্ত।

এ বছর দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ এই বিদ্যাপীঠে সর্বমোট চার হাজার ৯২৬ টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা আড়াই লাখের অধিক। গত বছরের ন্যায় তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত পরীক্ষাটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের পাশপাশি ভর্তিচ্ছুরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেও অংশগ্রহণ করতে পারবে। 'এ', 'বি', 'সি' ও 'ডি' ইউনিটসহ 'বি-১' ও 'ডি-১' উপইউনিটে পরীক্ষা সম্পন্ন হবে।

'এ' ইউনিটের অধীনে চারটি অনুষদ হলো- বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ।

এছাড়া 'বি' ইউনিটের অধীনে কলা ও মানববিদ্যা অনুষদ, 'সি' ইউনিটে ব্যবসায় প্রশাসন অনুষদ এবং 'ডি' ইউনিটে রয়েছে সমাজবিজ্ঞান অনুষদের নয়টি বিভাগ, জীববিজ্ঞান অনুষদের দুটি বিভাগ ও আইন অনুষদের আইন বিভাগ। এ বছর সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থীদেরও ভর্তির সুযোগ রয়েছে