
'বিভিএ' আয়োজিত বিতর্কে অংশগ্রহণ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
৮ ফেব্রুয়ারি ২০২৪, ৪:৪২ অপরাহ্ণ
ক্রেতা-বিক্রেতা আর তারকাদের ভিড়ে প্রথমদিনেই জমজমাট বাজুস ফেয়ার-২০২৪। অনেকে এসেছেন মেলা ঘুরে দেখতে, অনেকে আবার এসেছেন প্রিয় তারকাদের এক নজর দেখতে।
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ‘সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়’ প্রতিপাদ্যে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) উদ্যোগে দেশে তৃতীয়বারের মতো শুরু হয় বাজুস ফেয়ার-২০২৪।
প্রথমদিনই বাজুস ফেয়ার নজর কেড়েছে সবার। গহনার দোকানে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ক্রেতারা বলছেন, এক ছাদের নিচে দেশের খ্যাতনামা সব গহনার দোকান থাকায় অনেকেই নিজের পছন্দের ডিজাইন খুঁজে পেতে বাজুস ফেয়ারে এসেছেন।
ফার্মগেট থেকে আসা ক্রেতা মনোয়ারা রিতা বলেন, এবারের মেলা বিগত মেলার থেকেও বেশি জাঁকজমকপূর্ণ। এক ছাদের নিচে শত শত ডিজাইনের এত গহনা আগে দেখা যায়নি। আজকে শুধু গহনা দেখতে এসেছি। পরে আবার কিনতে আসবো।
বাজুস ফেয়ারের ঘুরতে আসা কয়েকজন পুরুষ দর্শনার্থী বলেন, শুনেছি মেলায় সিনেমার নায়ক-নায়িকারা আসবেন। তাদের এক নজর দেখতেই মেলায় আসা। ইতোমধ্যে নায়িকা রোজিনা ও সাবার সঙ্গে দেখা হয়েছে।
মেলায় বিক্রি কেমন জানতে চাইলে বিভিন্ন প্যাভিলিয়নের বিক্রেতারা জানান, বেশ ভালো সাড়া পাচ্ছি। বাজুস ফেয়ারের মূল উদ্দেশ্য মেলায় বিক্রি না, মানুষের সামনে নিজের গহনার ডিজাইন ও মান তুলে ধরা। আগামী কয়েকদিন মেলায় ভিড় আরও বাড়বে বলে জানান তারা।
এবার বাজুস ফেয়ারে ৯টি প্যাভিলিয়ন, ১৭টি মিনি প্যাভিলিয়ন ও ১৫টি স্টলে দেশের স্বনামধন্য ৪১টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠান ক্রেতাদের জন্য বিশেষ অফার দেয়ার ঘোষণা দিয়েছে।
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হল নবরাত্রিতে তিন দিনের এই প্রদর্শনী চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।