জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন সুলতানা রাজিয়া
রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
৮ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৪৬ অপরাহ্ণ
আর নয় সড়কে মৃত্যু, শান্তি ও নিরাপদ হোক পথিকের পথ চলা শ্লোগানে সড়ক দুর্ঘটনার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভরাডোবা-সাগরদীঘি সড়কে উথুরায় হিউম্যান ডেভেলেপমেন্ট ট্রাস্ট এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, উথুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল আলম খোকন, হিউম্যান ডেভেলেপমেন্ট ট্রাস্ট এর সভাপতি শফিউল আলম কায়েস, সাধারণ সম্পাদক রাতুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয়রা সড়কে অটোরিকশা চলাচলের প্রতিবাদ জানিয়ে, সচেতনতা মুলক বক্তব্য রাখেন।
ভরাডোবা-সাগরদীঘি সড়কে গত কয়েক দিনে শিক্ষার্থী সহ ৫ জন সড়ক দূর্ঘটনায় নিহত হয়।