রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫১ অপরাহ্ণ 

ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বন্ধুদের সাথে নিজের জন্মদিন উদযাপন শেষে রাতে বাসায় ফিরেছিল ছাত্রলীগ নেত্রী শেখ সুমাইয়া সুমু (২০)। এরপর ঘুমোনোর জন্য নিজ রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়েন তিনি। পরে মধ্যরাতে ফ্যানের সাথে ওরনা পেচানো অবস্থায় দেখতে পায় তার পরিবার।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া গ্রাম থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শেখ সুমাইয়া সুমু শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া গ্রামের আবু বকর শেখের মেয়ে। তিনি শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) শেখ সুমাইয়ার জন্মদিন ছিল। বন্ধুদের সাথে জন্মদিনের কেক কাটাসহ পার্টি শেষ করে রাতে বাসায় ফিরে এসে নিজ রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়ে সে। পরে মধ্যরাত থেকে সুমাইয়ার মোবাইলে একাধিকবার কল আসা শুরু করে। সে কল রিসিভ না করায় মোবাইলের রিংটন ক্রমাগত বাজতেই থাকে। এতে তার পরিবারের লোকজনের ঘুম ভেঙে যায়। এসময় সুমাইয়াকে দরজার বাইরে থেকে ডাকাডাকি করলেও সে দরজা না খুললে এক পর্যায়ে দরজা ভেঙে দেখা যায় ফ্যানের সাথে ওরনা পেচানো অবস্থায় ঝুলে রয়েছে সুমাইয়া। তার পরিবারের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে থানা পুলিশকে খবর দিলে তারা এসে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় কাউন্সিলর শেখ আবু জাফর আজকের প্রসঙ্গকে বলেন, রাতে সুমাইয়ার বাসা থেকে ফোন পেয়ে দ্রুত আমি ওদের বাসায় ছুটে যাই। তার রুমের দরজা বাইরে থেকে আটকানো দেখে সবাই মিলে দরজা ভেঙে ফেলি। পরে সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। ধারণা করছি প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করতে পারে।

বিষয়টি নিয়ে নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আজকের প্রসঙ্গকে বলেন, খবর পাওয়ার পর শেখ সুমাইয়া সুমুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিবারের কোনো অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে।