স্মরণ সভা-দোয়া মাহফিল ও শিক্ষকের বিদায় সংবর্ধণা
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৭ অপরাহ্ণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে ৩রা ফেব্রুয়ারি বহিরাগত দম্পতিকে ডেকে এনে স্বামীকে আটকে রেখে তাঁর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় 'মূল পরিকল্পনাকারী' মামুনুর রশিদ ওরফে মামুনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেট এলাকা থেকে মামুনকে ও অন্যতম সহায়তাকারী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৬ তম আবর্তনের শিক্ষার্থী মুরাদকে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
সকাল ১০টায় দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে শহীদ মিনার সংলগ্ন রাস্তায় মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সিনেট সদস্যরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. শরীফ এনামুল কবির বলেন, 'আপনি (উপাচার্য) মনে রাখবেন, পাঁচ দিন মানে পাঁচ দিনই। পাঁচ দিনের মধ্যেই গণরুম বন্ধ করতে হবে। এর পরে একজন অছাত্র, চাঁদাবাজ, সন্ত্রাসী, বহিরাগত যেন আবাসিক হলে স্থান না পায়।'
এদিকে এ ঘটনায় ধর্ষণ ও নিপীড়ন মুক্ত নিরাপদ পরিবেশের দাবিতে গতকাল চতুর্থ দিনেও উত্তাল ছিল জাবি ক্যাম্পাস। সকাল থেকে বিকেল পর্যন্ত আলাদাভাবে কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন।
এদিকে ধর্ষণের ঘটনায় সিন্ডিকেটের নেওয়া সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন এবং বহিরাগত ও অছাত্রমুক্ত নিরাপদ বিশ্ববিদ্যালয় নিশ্চিতকরণের দাবিতে দুপুর ১২টায় শহীদ মিনারসংলগ্ন রাস্তায় মানববন্ধন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন বলেন, 'আমরা সরকারের কাছে দাবি জানাই, এই ঘটনায় জড়িত সবাইকে সঠিক বিচারের আওতায় আনতে হবে।অছাত্ররা ক্যাম্পাসে নির্ভয়ে ঘুরে বেড়ায় কাদের আশ্রয়ে সে বিষয়ে প্রশাসনকে জবাবদিহিতা করতে হবে।'
দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়ক থেকে শিক্ষক শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম 'নিপীড়নবিরোধী মঞ্চ' বিক্ষোভ মিছিল বের করে। পরে নতুন প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে তারা।
এ সময় ইতিহাস বিভাগের অধ্যাপক পারভীন জলী বলেন, 'এর আগে যেসব শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল তাঁদের বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারে নি প্রশাসন। প্রশাসন বরাবরই ব্যর্থ এই দিকে।
দুপুর ২টায় চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা বৃহস্পতিবার (আজ) সন্ধ্যা ৬টায় মশাল মিছিলের ঘোষণা দেন।
বিকেল সাড়ে ৪টায় মানববন্ধন করে 'জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট'। ধর্ষণের ঘটনার বিচার ও যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করা, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা, হল থেকে অছাত্রদের বিতরণ ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের দৌরাত্ম্য নিরসনে পদক্ষেপ নেওয়ার দাবি জানায় তারা।
প্রসঙ্গত, আল্টিমেটামের পঞ্চম দিনে এসেও অবৈধ শিক্ষার্থীদের হল থেকে বের করতে ব্যর্থ এখনো প্রশাসন।