স্মরণ সভা-দোয়া মাহফিল ও শিক্ষকের বিদায় সংবর্ধণা
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
৭ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৩৮ অপরাহ্ণ
মানিকগঞ্জের হরিরামপুরে সট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষানুরাগী ও সমাজসেবক আবুল কালাম দেওয়ান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম দেওয়ান বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতিমাসে শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠানে সট্টি রাবেয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সমাজ সেবক মো. মহিদুর রহমান জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান মোহাম্মদ রুবেল, দেওয়ান মোহাম্মদ শামীম উপস্থিত ছিলেন।