ক্ষমতাসীন সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় বিএনপি'র পদযাত্রা (১৮জুলাই) গাবতলি থেকে পদযাত্রাটি মিরপুরের বাংলা কলেজ অতিক্রম করছিল, তখন ছাত্রদলের একাংশ ও বাংলাদেশ ছাত্রলীগ বাংলা কলেজ শাখা সংঘর্ষে জড়ায়।
ঘটনাস্থলে দু-পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি হয়। এরপর দু-পক্ষ পাল্টাপাল্টি হামলা চালাতে শুরু করে, যা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষকালে একটি মোটর বাইক পোড়ানোর ঘটনাও ঘটেছে। বেলা ১১টা ৫০ মিনিটে ঘটে এই সংঘর্ষ।
বিএনপিসহ ৩৬ দলের সরকার পতনের একদফা দাবিতে দুইদিন ব্যাপী পদযাত্রার প্রথম দিন ছিল এই দিন। সকাল দশটায় পদযাত্রা শুরু হবার কথা থাকলেও সকাল আঁটটা থেকেই গাবতলীতে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা।
বিএনপির নেতাকর্মীদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ছাড়াও বাংলাদেশ ও দলীয় পতাকাসহ ধানের শীষ দেখা যায়। এই সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানের মাধ্যমে সমাগমকে চাঙ্গা রাখেন।
গাবতলী থেকে শুরু হওয়া এই পদযাত্রা মিরপুর ১-মিরপুর ১০-কাজীপাড়া-আগারগাও-বিজয় স্বরণী-মগবাজার-নয়াপল্টন-মতিঝিল হয়ে রায়সাহেব বাজার মোড় এসে শেষ করে সমাপ্তি সমাবেশের মধ্য দিয়ে।