রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

চিকিৎসাধীন বিজিপি সদস্যদের দেখতে গেলেন বিজিবি মহাপরিচালক


৭ ফেব্রুয়ারি ২০২৪, ৭:১৭ অপরাহ্ণ 

চিকিৎসাধীন বিজিপি সদস্যদের দেখতে গেলেন বিজিবি মহাপরিচালক
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আহত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ( বিজিপি)র চিকিৎসাধীন সদস্যদের দেখতে গেলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

আজ বুধবার (৭ ফেব্রুয়ারী) সকালে সীমান্ত পরিদর্শন শেষে ঢাকায় ফেরার আগে বিকেল সাড়ে চারটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন বিজিপির সদস্যদের দেখতে যান তিনি। এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। এসময় চিকিৎসাধীন বিজিপি সদস্যদের ফল উপহার দেন বিজিবি মহাপরিচালক।

এসময় বিজিবি সদর দপ্তর, কক্সবাজার রিজিয়ন,সেক্টর ও ব্যাটালিয়নের উর্ধ্বতন কর্মকর্তাসহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: মং টিং ঞো, আরএমও ডাঃ আশিকুর রহমান, আরএমও প্রশাসন ডাঃ জিহাদুল হকসহ সংশ্লীষ্টরা উপস্থিত ছিলেন।

মিয়ানমারের চলমান সংঘাতে আহত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া ৯ বিজিপি সদস্য চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ৫ জন কক্সবাজার সদর হাসপাতালে আর বাকী ৪ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।