বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

আলোচিত নিবিড় হত্যাসহ ৬ মাসে ১৫ টি হত্যাকান্ড


৭ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫৬ অপরাহ্ণ 

আলোচিত নিবিড় হত্যাসহ ৬ মাসে ১৫ টি হত্যাকান্ড
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আলোচিত নিবিড় খান হত্যাসহ বিগত ৬ মাসে শরীয়তপুরে ১৫ টি হত্যাসহ একাধিক ডাকাতি, ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে নিবিড় হত্যাসহ ১১ টি হত্যা, ৩ টি ডাকাতি, ৬ টি ছিনতাই ও ৬৬ টি চুরির মামলার রহস্যসহ অন্যান্য মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় গত বছরের জুলাই মাস থেকে  এবছরের জানুয়ারি মাস পর্যন্ত জেলার সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতি তুলে ধরে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মাহবুবুল আলম।

পুলিশ সুপার তার মতবিনিময়কালে, ২০২৩ সালের ২০ জুলাই থেকে এবছরের ৩১ জানুয়ারি পর্যন্ত জেলার আইন শৃঙ্গলার পরিস্থিতি তুলে ধরে জেলায় সংঘঠিত বিভিন্ন অপরাধসমূহ ও তার রহস্য উদঘাটনের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, জেলায় গত ৬ মাসে আলোচিত শিশু নিবিড় হত্যাসহ ১৫ টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে নিবিড় হত্যা, মিতু হত্যা, শুভ হত্যা, জিয়াসমিন হত্যা, হোসনে আরা হত্যা, আলাউদ্দিন হত্যাসহ ১১ টি হত্যা মামলার রহস্য উদঘাটন করে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। বাকি হত্যাগুলোর মধ্যে হিজড়া আবুল মৃধা হত্যাসহ ৪ টি হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে।

মাহবুবুল আলম শরীয়তপুরের পুলিশ সুপার হিসেবে যোগদানের পর জেলা শহরের পালং মডেল থানার সামনে বিজলী ক্যাবল শো রুমসহ দুইটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় দায়ের হওয়া মামলার রহস্য উদঘাটনসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়ি, ছেনদা, সেলাই রেঞ্চ, ছোড়া জব্দসহ ডাকাতি করা নগদ ২৪ হাজার ২০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

ব্যাংকের বুথ থেকে টাকা, গাড়ি থেকে মাছ ও গরু ছিনতাইসহ জেলায় গত ৬ মাসে ৬ টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দায়েরকৃত মামলাসমূহের রহস্য উদঘাটন করে এখনও তদন্ত করছে পুলিশ। তবে গরু ছিনতাইয়ের মামলার চুড়ান্ত রিপোর্ট আদালতে দাখিল করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনী।

দেশ গ্রাম থেকে সিঁধেল চুরির ঘটনা অনেকটা কমে গেলেও শরীয়তপুরে গত ৬ মাসে ২২ টি সিঁধেল চুরিসহ ৭৫ টি চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৭ টি সিঁধেল চুরিসহ ৬৬ টি মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

শরীয়তপুর জেলার নদী ও সড়ক পথে মাদক কারবারিরা মাদক পরিবহন কালে প্রায়ই পুলিশের কাছে ধরা পড়ে যান। গত ৬ মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩৮ টি মামলায় ৩০৩ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এছাড়াও পুলিশ ৬৭ বোতল ফেন্সিডিল, ৩ দশমিক ৮০ গ্রাম হেরোইন, ৪৭ দশমিক ৬ কেজি গাঁজা ও ১৬ হাজার ১৫৭ পিচ ইয়াবা উদ্ধার করেছে। যার আনুমানিক বাজারমূল্য ৫৭ লাখ ৮২ হাজার ৯৫৫ টাকা।

শরীয়তপুর সড়কে বের হলেই যে কারো চোখ আটকাবে অপ্রাপ্ত বয়স্ক কিশোরদের মোটরসাইকেল পরিচালনার দিকে। অপ্রাপ্ত বয়স্ক এসব কিশোররা প্রায়ই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায়। সড়কে লাইসেন্স বিহীন মোটরসাইকেল পরিচালনা নিয়ন্ত্রণে আনতে গত ৬ মাসে ট্রাফিক পুলিশ ৩ হাজার ৭৫৫ টি প্রশিকিউশন দিয়ে ১ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৫৭৭ টাকা জরিমানা আদায় করেছে। এছাড়াও বিভিন্ন থানায় ১ হাজার ১৪৮ টি মোবাইল ফোন হারানোর ঘটনায় ১ হাজার ১৪৭ টি সাধারণ ডায়েরীর ভিত্তিতে মোবাইল উদ্ধার হয়েছে মাত্র ২৪৬ টি। আদালতের নির্দেশে ৩ হাজার ৪৩৫ টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করেছে পুলিশ।

এসব তথ্য প্রদান শেষে শরীয়তপুর জেলা পুলিশ সুপার মো. মাহবুবুল আলম বলেন, শরীয়তপুরের জাজিরাসহ অন্যান্য চরাঞ্চলে প্রতিনিয়ত বোমা, ককটেল বিস্ফোরণসহ দাঙ্গা-হাঙ্গামার ঘটনা ঘটত। পুলিশ সুপার হিসেবে যোগদানের পর এসব সম্পূর্ণরূপে প্রতিহত করতে না পারলেও শতকরা ৭৫ ভাগ নিয়ন্ত্রণে আনতে পেরেছি। খুন, ধর্ষণ, ডাকাতিসহ আইনশৃঙ্খলা ভঙ্গকারী যে কোনো অপরাধীকে আইনের আওতায় আনতে শরীয়তপুরের রাজনৈতিক সচেতন নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকদের সহযোগিতা পেয়েছে পুলিশ। বিগত ৬ মাসের যে চিত্র আপনারা দেখলেন, তা আগামি ৬ মাসে আরও নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে জেলা পুলিশ।

পুলিশ সুপারের মতবিনিময় কালে শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, প্রথম আলোর প্রতিনিধি সত্যজিৎ ঘোষসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।