রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

গণ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, আবেদন যেভাবে


৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ণ 

গণ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, আবেদন যেভাবে
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ১৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন।

আবেদনটি করতে যা যা প্রয়োজন-

প্রতিষ্ঠানের নাম: গণ বিশ্ববিদ্যালয়

বিভাগ: ৩টি

পদসংখ্যা: ৯টি

১. পদের নাম: প্রভাষক

বিভাগ: ফার্মেসি

পদসংখ্যা: ৭ জন

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর বা সমমান। এসএসসি হতে স্নাতকোত্তর পর্যায়ে যে কোনো ৩টিতে প্রথম বিভাগ/শ্রেণী অথবা সিজিপিএ ন্যূনতম ৪.০০ (৫.০০) ও ৩.৫০ (৪.০০) থাকতে হবে। কোনো স্তরে ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: অভিজ্ঞতাসম্পন্ন ও পিএইচডি ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

২. পদের নাম: সহকারী রেজিস্ট্রার (প্রশাসন)

বিভাগ: প্রশাসন

পদসংখ্যা: ১ জন

শিক্ষাগত যোগ্যতা: যেকোন বিষয়ে স্নাতকোত্তর বা সমমান। এসএসসি হতে স্নাতকোত্তর পর্যায়ে যে কোনো ২টিতে প্রথম শ্রেণি/বিভাগ অথবা সিজিপিএ ন্যূনতম ৪.০০ (৫.০০) ও ৩.০০ (৪.০০) থাকতে হবে। কোন ৩য় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

দক্ষতা ও অভিজ্ঞতা: সরকারী/বেসরকারী বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তা পদে কমপক্ষে ৫ বছর/সহকারী রেজিস্ট্রার অথবা সমমানের পদে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইন্টারনেট ব্রাউজিংসহ কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিং করার দক্ষতা থাকতে হবে।

বেতন: অভিজ্ঞ প্রার্থীদের আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে।

৩. পদের নাম: ড্রাইভার

বিভাগ: প্রশাসন

পদসংখ্যা: ১ জন

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ হতে হবে।

অভিজ্ঞতা: ৫১ সিটের বড় এসি গাড়ি চালানোর ৫ বছরের অভিজ্ঞতাসহ বিআরটিএ হেভি ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে।

বেতন ও ভাতা: বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধিমালা অনুযায়ী বেতন ও ভাতা প্রদান করা হবে।

আবেদনের মাধ্যম: ডাকযোগ

আবেদন যেভাবে: ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা সনদপত্রের (সত্যায়িত) ফটোকপি গণ বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অফেরতযোগ্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ সরাসরি/ডাকযোগে রেজিস্ট্রার বরাবর গণ বিশ্ববিদ্যালের ঠিকানায় প্রেরণ করতে হবে। উল্লেখ্য, নির্ধারিত পদের সংখ্যা কম-বেশি হতে পারে।

আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন