স্মরণ সভা-দোয়া মাহফিল ও শিক্ষকের বিদায় সংবর্ধণা
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
৬ ফেব্রুয়ারি ২০২৪, ৩:২৮ অপরাহ্ণ
এখনও হাতে তরতাজা মেহেদির রং শরীর থেকে মৌ মৌ করে বের হচ্ছে সোন্দামেথীর ঘ্রান। চোখে মুখে রঙ্গিন স্বপ্ন। মাত্রই ঘর বেঁধেছে (২৪) এর যুবক ওমর আলীর সংঙ্গে। নিজের বাড়ির বৌভাত সেরে কজন স্বজন নিয়ে গতকাল এসেছে স্বামীর বাড়িতে। সেখানে একটি মাত্র রাত না পেরোতেই বিধবা হোল তরুনী। বলছিলাম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের তাজেপাড়া গ্রামের শাহ আলমের সদ্যবিবাহিত (১৮) বছরের মেয়ে রুকাইয়ার কথা। বিয়ের একদিন পরই রুকাইয়ার স্বামী ওমর আলী কে দেশীয় দা দিয়ে গলাকেটে হত্যা করে দূর্বৃত্তরা।
আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল নয়টায় লতাচাপলী ইউনিয়নের তাহের পুর গ্রামের ওমর আলীর নিজ বাড়ির পাশের একটি মরিচ ক্ষেত থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহত ওমর আলী উপজেলার ওই গ্রামের মো. শাহজাহান ফরাজির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (৪ ফেব্রুয়ারি) ওমর আলীর সঙ্গে একই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের শাহআলমের মেয়ে রুকাইয়ার (১৮) বিয়ে হয়। গতকাল কনের বাড়িতে বৌভাত শেষে রুকাইয়াকে তার বাড়ির লোকজন সহ ওমর আলীর বাড়িতে নিয়ে আসা হয়। ভোররাতে ওমর নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়। পরে সকাল সাতটার দিকে স্থানীয়রা মরিচ ক্ষেতে তার লাশ দেখতে পায়।
মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় দা উদ্ধার করা হয়েছে। ঘটনার আসল রহস্য উদঘাটনের জন্য বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মরদেহ সুরতহালের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।