স্মরণ সভা-দোয়া মাহফিল ও শিক্ষকের বিদায় সংবর্ধণা
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
৬ ফেব্রুয়ারি ২০২৪, ৩:০৭ অপরাহ্ণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস) এর ২০২৪-২০২৫ সেশনের কার্যনির্বাহী পরিষদের নতুন নেতৃত্বে সভাপতি মোবাশ্বের আহমেদ শিপন (ঢাকা পোস্ট প্রতিনিধি) ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান হিমেল (আজকের পত্রিকা) নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় সমিতির সদস্যদের উপস্থিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. বিজন মোহন চাকী এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. সরওয়ার আহমদ ও বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার সচিব (উপ-রেজিস্টার) মো. আলী হাসান।
এসময় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. বিজন মোহন চাকী। নির্বাচন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আজকের সাংবাদিক সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা আশা করি সাংবাদিক সমিতি সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুন্ন রাখবে।
নবনির্বাচিত সভাপতি মোবাশ্বের আহমেদ শিপন বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা নবনির্বাচিত সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ শিক্ষার্থীদের স্বার্থে নৈতিকতার সঙ্গে কাজ করে যাবো।
এই কমিটিতে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি আনোয়ার হোসেন (ডেইলি ক্যাম্পাস), যুগ্ম সম্পাদক রাইজিং বিডির (অনলাইন) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজেদুল ইসলাম, কোষাধ্যক্ষ আল আমিন, দপ্তর ও প্রচার সম্পাদক কামরুজ্জামান পুলক (ঢাকা মেইল), কার্যনিবাহী সদস্য-১: আবুল খায়ের জায়েদ (যুগের আলো), কার্যনিবাহী সদস্য-২: ইমন আলী (নয়া শতাব্দী) এবং কার্যনিবাহী সদস্য-৩: কেউ নির্বাচন না করায় খালি রয়েছে।
সাধারন সম্পাদক কামরুজ্জামান হিমেল বলেন, যারা নির্বাচিত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের লেখনীর ধারা হোক সকল অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে। আমাদের লক্ষ্য হবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা।
আগামীকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) নতুন কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হবে।