রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


৬ ফেব্রুয়ারি ২০২৪, ১:৩৮ অপরাহ্ণ 

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও ঝুকিপূর্ণ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার খাউলিয়া এলাকার কুলসুমগনী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে  দাতা সংস্থা জার্মানির দিয়াকোনি ক্যাটাস্ট্রোফেনহিল্প (ডিকেএইচ) এর অর্থায়নে খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি‘র) স্টেপ এ্যান্ড বিল্ডইন প্রকল্পের পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মো. সাইদুর রহমান। এসময় খাউলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য মো. কামরুজ্জামান, সিসিডিবি‘র প্রকল্প ব্যবস্থাপক মি. মুকুট ফ্রান্সিস হালদার, ফিল্ড সুপারভাইজার মো. জলিলুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এদিন স্থানীয় শীতার্তদের মাঝে ৬শ কম্বল বিতরণ করা হয়। তীব্র শীতে কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন দরিদ্ররা।