স্মরণ সভা-দোয়া মাহফিল ও শিক্ষকের বিদায় সংবর্ধণা
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
৬ ফেব্রুয়ারি ২০২৪, ১:২৫ অপরাহ্ণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ ও ৭ ই ফেব্রুয়ারি সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জাপানিজ চলচ্চিত্র প্রদর্শনের আয়োজনা।
ছাত্র শিক্ষক কেন্দ্র, জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগ ও বাংলাদেশ জাপান দূতাবাস এর উদ্যোগে ২ দিনের জাপানিজ চলচ্চিত্র উৎসব-২০২৪ এর আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের ৪১৭ নং কক্ষে উদ্ভোধনী অনুষ্ঠানের সূচনা ঘটে। আয়োজনের প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ এবং জাপানের দূতাবাসের প্রথম সচিব Ken Komine এই জাপানিজ চলচ্চিত্র উৎসবের উদ্ভোধক হিসেবে উপস্থিত থাকেন। অতিথি হিসেবে আরও ছিলেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধাপক আহমেদ রেজা। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন আয়োজিত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বিভাগের শিক্ষার্থীরা। এরপর উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান রাকিব হাসান। অন্যান্য বক্তারা সকলেই জাপানের ঐতিহ্য ও তাদের চলচ্চিত্রের প্রশংসা করেন এবং জাপান দূতাবাসকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। দূতাবাসের প্রথম সচিব Ken Komine সম্পূর্ণ বাংলায় তার বক্তব্য দিয়ে সবার মন জয় করে নেন। তার বক্তব্যে তিনি এই বিশ্ববিদ্যালইয়ের সৌন্দর্য, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান। এছাড়াও তিনি তার দেখা বাংলা চলচ্চিত্র “ হাওয়া” র প্রশংসা করেন এবং উপস্থিত সকলকে তাদের ঐতিহ্য উপভোগ করার আহব্বান জানান।সবশেষে বক্তব্য রাখেন অধ্যাপক আহমেদ রেজা, যিনি জাপান দূতাবাসকে উক্ত বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের উচ্চশিক্ষায় জাপানে বৃত্তির ব্যবস্থার জন্য সহায়তা করার অনুরোধ জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর ১১ টা৩০ মিনিটে প্রথম চলচ্চিত্র They say nothing stay the same দেখানোর কার্যক্রম শুরু হয়, যেখানে উপস্থিত ছিল অর্ধশতাধিক শিক্ষার্থী।
জাপানিজ চলচ্চিত্র উৎসব ২০২৪ -এ ২ দিনে মোট ৬ টি চলচ্চিত্র প্রদর্শন করানো হবে যা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। প্রথম দিন সকাল ১১:৩০ টায় জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগে দেখানো হয় উৎসবের প্রথম চলচ্চিত্র They say nothing stay the same, ৩ টা থেকে Shiori এবং বিকাল ৫ টা থেকে Another World । জহির রায়হান অডিটোরিয়ামের ২য় দিনের আয়োজনে রয়েছে ১১ টা থেকে Where I Belong ৩ টা থেকে Mourning Recipe এবং ৫ টা থেকে Aristocrat দেখানো হবে।
বাংলাদেশ জাপান দূতাবাসের এই জাপানিজ চলচ্চিত্র উৎসব-২০২৪ টানা ৬ দিনব্যাপী ৩ টি মোট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এই উৎসবের কার্যক্রম অব্যাহত থাকবে।