বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

এবার বাংলাদেশে আশ্রয়ে এলো একসাথে ১১১ বিজিপি সদস্য


৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ণ 

এবার বাংলাদেশে আশ্রয়ে এলো একসাথে ১১১ বিজিপি সদস্য
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মিয়ানমারের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাজ্য রাখাইনে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে ক্ষমতাসীন জান্তা বাহিনীর লড়াইয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ১১১ জন সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। এর আগে মিয়ানমার থেকে পালিয়ে এসেছিলেন ১১৩ জন সদস্য। এ নিয়ে মোট ২২৪ জন বিজিপি সদস্যের বাংলাদেশে প্রবেশের ঘটনা ঘটল।

৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) উখিয়ার থাইংখালী রহমতেরবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ১১১ জন বিজিপি সদস্য অবস্থান নিয়েছে।

দেশটিতে চলা সংঘাতে এরই মধ্যে মিয়ানমার থেকে আসা মর্টার শেলের আঘাতে বাংলাদেশে দুজনের মৃত্যু হয়েছে। এখনও মিয়ানমার থেকে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা অব্যাহত আছে।

এদিকে গত তিন দিন ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে তমব্রু রাইট ক্যাম্প এলাকায় মিয়ানমারের সরকারি বাহিনী ও দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াই চলছে। পাশাপাশি কক্সবাজারের উখিয়া উপজেলার আনজুমানপাড়া, ধামনখালী ও রহমতবিল সীমান্তের ওপারে ঢেঁকিবুনিয়া ও উংচি বান এলাকায় থেমে থেমে গোলাগুলি, মর্টার শেল ও বোমাবর্ষণের ঘটনা ঘটছে।