ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো'র ১০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র্যালি
রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
৫ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ
বিদ্রোহীদের তোপের মুখে আরও ৮ জান্তা সীমান্তরক্ষী বাহিনীর সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে | ছবি: আজকের প্রসঙ্গ
গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন |
মিয়ানমারে বিদ্রোহীদের তোপের মুখে আরও ৮ জান্তা সীমান্তরক্ষী বাহিনীর সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে।
সোমবার (০৫ ফেব্রুয়ারী ২০২৪) নয়াপাড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। তাদের মধ্যে কয়েকজন রক্তাক্ত ছিলো বলে জানা গেছে। এদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
এর আগে রোববার (০৪ ফেব্রুয়ারী) ভোরে মিয়ানমার থেকে পালিয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনী- বিজিপির ১৪ সদস্য আশ্রয় নেয় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিজিবির ক্যাম্পে। পরে কয়েক দফায় জান্তা সীমান্তরক্ষী বাহিনী আশ্রয় নিতে পালিয়ে আসে বাংলাদেশে।
আজ সোমবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, মিয়ানমারে সংঘাতের জেরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির অন্তত ৯৫ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে আহত ১৫ জন বিজিপি সদস্যের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯ জনকে। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনকে রেফার করা হয়েছে। তাদেরকে বিজিবি নিরাপত্তা জোরদার করে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে গেছে।