মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

নিজের ইটভাটার ট্রাকের চাপায় মালিকের মৃত্যু


৫ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫৯ অপরাহ্ণ 

নিজের ইটভাটার ট্রাকের চাপায় মালিকের মৃত্যু

নিহত ইটভাটার মালিক রিটন সাহা (৫০) |

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শরীয়তপুর সদর উপজেলায় মাটিবোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার(০৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মনোহর বাজার এলাকার শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রিটন সাহা (৫০)। তিনি সদর উপজেলার দক্ষিণ মধ্যপাড়া এলাকার মৃত গৌরাঙ্গ সাহার ছেলে। তিনি এলআরবি ব্রিক ফিল্ড নামের ইটভাটার মালিক ও ব্যবসায়ী ছিলেন। যে ট্রাকের চাপায় তিনি নিহত হয়েছেন, সেই ট্রাকেরও মালিক তিনি। তাঁর ইটভাটার মাটি পরিবহন করত ঐ ট্রাকটি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রিটন সাহা গত ২৫ বছর ধরে ইটভাটার ব্যবসা করে আসছিলেন। এলআরবি ব্রিক ফিল্ড নামে তাঁর ইটভাটাটি মনোহর বাজার এলাকায় শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত। ইটভাটায় কাজ শেষ করে রোববার রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেল নিয়ে বাসার দিকে ফিরছিলেন তিনি। মনোহর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটিবোঝাই ট্রাকটি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। তিনি ছিটকে ট্রাকের নিচে পড়ে চাকায় পিষ্ট হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জেলা শহরের সদর হাসপাতাল নিয়ে যান। পরে রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে রিটন সাহাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর থেকে পালিয়েছেন ট্রাকটির চালক।

শরীয়তপুর জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা মাদবর আজকের প্রসঙ্গকে বলেন, তারই ইটভাটার মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকের চাপায় তাঁর জীবন যাবে, এটা ভাবা যাচ্ছে না। তিনি ইটভাটা মালিক সমিতির কোষাধ্যক্ষ ছিলেন।

শরীয়তপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমির হোসেন শিকদার বলেন, রিটন সাহা ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও নিয়োজিত ছিলেন। তার দুই সন্তান স্কুলে পড়াশোনা করে। সোমবার(০৫ ফেব্রুয়ারি) সকালে মনোহর বাজার পৌর শ্মশানে তার মৃতদেহের সৎকার করা হয়েছে।

সদর উপজেলা পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ট্রাকচাপায় ইটভাটার এক মালিক মারা গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা করা হয়নি। মামলা করলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।