
বগুড়ায় ফ্রিল্যান্সারকে অপহরনের দায়ে সাব-ইন্সেপেক্টরসহ পুলিশ আটক
৫ ফেব্রুয়ারি ২০২৪, ৬:০৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের ৫ নং বাচোর ইউনিয়নের কাতিহার বাজার থেকে আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আনিছুর রহমান (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই প্রদীপসহ সঙ্গীয় ফোর্স উপজেলার কাতিহার বাজারে রস্তমের পানের দোকানের সামনে পাকা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় চারদিক ঘিরে ফেলে আনিছুরকে আটক করে। মাদক কারবারী পীরগঞ্জ উপজেলার ভেবড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।
এসময় তার পরিহিত প্যান্টের ডান পকেটে সাদা পলিথিনে মোড়ানো ৩০০ (তিনশত) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মাদকের ওজন ৩০ গ্রাম এবং যার মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, ৩০০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে জেলা জেল হাজতে পাঠানো হবে।