পটুয়াখালীতে বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি জেলা সম্মেলন-২০২৩ এবং জাতীয় শোক দিবসের আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
আজ (২৬ আগস্ট ২০২৩) বেলা ১১টায় নিউমার্কেট আইডিইবি সমিতির সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী ভোকেশনাল শিক্ষক পটুয়াখালী সমিতির আহবায়ক এবং আইডিইবি সমিতির প্রকৌশলী মো.নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী আইডিইবি সমিতির সভাপতি আলহাজ্ব মো.রাইসুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শওকত আলী মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইডিইবি সমিতির সাধারন সম্পাদক এইচ.এম সোলায়মান, ভোকেশনাল শিক্ষক সমিতির সহ-সভাপতি মো.শাহাবুদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো.লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক এইচ.এম জসিম উদ্দিন সহ পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ভোকেশনাল শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
এসময় কলাপাড়া উপজেলা ভোকেশনাল শিক্ষক সমিতির সভাপতি মিলনেন্দু হাওলাদার ও সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন তাদের বক্তব্যে শক্তিশালী জেলা ভোকেশনাল শিক্ষক সমিতি গঠন সহ ভোকেশনাল শিক্ষা ব্যাবস্থায় জীববিজ্ঞান বিষয়টি অন্তর্ভুক্তির জন্য জাতীয় পর্যায়ে আবেদন করতে সংশ্লিষ্টদের আহবান জানান।