বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জ্যোতি, ১ নং যুগ্ম আহ্বায়ক সুমন


৪ ফেব্রুয়ারি ২০২৪, ৬:২৭ অপরাহ্ণ 

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জ্যোতি, ১ নং যুগ্ম আহ্বায়ক সুমন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা ছাত্রলীগের ১২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা | ছবি: আজকের প্রসঙ্গ

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা ছাত্রলীগের ১২  সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার দুপুরে জেলা ছাত্রলীগ সভাপতি এম এ সিফাদ কোরাইশি ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম  কমিটি অনুমোদন  করেন।

প্রশঙ্গত,  ২০১৮ সালের ২৬ জুলাই লুতফর রহমাননকে সভাপতি ও কামরুল হাসান ফিরোজকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট  কমিটি ঘোষণা করেছিল তৎকালীন জেলা ছাত্রলীগ সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

১২ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হিসেবে এম এ রউফ ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক আমির হামজা জ্যোতি আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুৃমন বিশ্বাসকে ১ নং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।  কমিটিতে আরো চারজন যুগ্ম আহ্বায়ক  হলেন,  শুভ মল্লিক, মোস্তাকিন রিফাত, তানভীর সিদ্দীক, মোসায়েক উদ্দীন সীমান্ত।

এছাড়াও, কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- রিতান মোল্লা, আল-আমিন মৃধা আবির, মোহাম্মদ শান্ত, মেহেদী হাসান ইমন, ফয়সাল আল আমিন ও মো. ফরিদ হোসেন।

জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন বলেন, তিন মাসের জন্য আহ্বায়ক  কমিটি গঠন করা হয়েছে।  শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের পাশাপাশি   নতুন নেতা-কর্মী তৈরিতে এ কমিটি  ভূমিকা রাখবে।  এছাড়াও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করবে।

মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত বছরের ১৮ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তিতে লুতফর- ফিরোজ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম। বিজ্ঞপ্তিতে নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার আহ্বানও জানানো হয়।

কমিটি গঠনের লক্ষ্যে গত বছরের ২০ জুলাই হরিরামপুর উপজেলা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি ঘোষণা করা হবে বলে জানায় জেলা ছাত্রলীগ।