বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু


৪ ফেব্রুয়ারি ২০২৪, ৪:৩০ অপরাহ্ণ 

ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ফরিদপুরের ভাঙ্গায় নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহাবুউদ্দিন সরদার (৩৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত মো. শাহাবুউদ্দিন সরদার (৩৪) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের মোল্লাকান্দা গঙ্গাধর গ্রামের খলিল সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মো. শাহাবুউদ্দিন সরদার (৩৪) নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এসময় স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।