বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু


৪ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৪২ অপরাহ্ণ 

বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে রুবেল সরদার (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রুবেল ওই ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের সুলতান সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে রুবেল কলেজ বাজার এলাকার একটি দোকান নির্মাণের কাজ করতে আসে। এসময় ওই দোকানের অভ্যন্তরের একটি বিদ্যুতের তার থেকে সে বিদ্যুতায়িত হয়। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।