জাজিরা থানার ওসি আল আমিনের রহস্যজনক মৃত্যু: মরদেহ ঝুলছিল শয়নকক্ষের জানালার সঙ্গে
সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
৪ ফেব্রুয়ারি ২০২৪, ৩:১৪ অপরাহ্ণ
ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন বাজারের নিরাপত্তারক্ষীদের মাঝে গভীর রাতে কম্বল বিতরণ করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ।
গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে হাড় ভাঙ্গা শীতের মধ্যে বিভিন্ন বাজারে টহল চলাকালে নিরাপত্তার দায়িত্বরতদের দাবির প্রেক্ষিতে এই কম্বল বিতরণ করেন তিনি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে প্রতিদিনের মতো নিয়মিত টহল চলাকালে বিভিন্ন বাজারের নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের দাবীর প্রেক্ষিতে প্রাথমিকভাবে ভালুকা বাজারের নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের মাঝে ১০ টি কম্বল বিতরণ করেন তিনি। এসময় রাত জেগে ভালুকার বিভিন্ন বাজারের নিরাপত্তা দেয়ার কাজে নিয়োজিতদের মাঝে কম্বলসহ অন্যান্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।