খুকৃবিতে "জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট" উদ্বোধন
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
৩ ফেব্রুয়ারি ২০২৪, ৮:২২ অপরাহ্ণ
বাংলাদেশ সরকার সুলভ মূল্য টিসিবি পণ্য জনসাধারণের মধ্যে দীর্ঘদিন হতে বিতরণ করে আসছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আর্থিক লাভের উদ্দেশ্যে সরকারের এই উদ্যোগকে নষ্ট করার পায়তারা করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী। সরকারি বিক্রয় নিষিদ্ধপন্ন মজুদ করে অধিক মূল্যে গোপনে বিক্রয় করে আসছে।
র্যাব -৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপস্থিত লোকজনের সহায়তায় সিপিসি-২ ,নাটোর ক্যাম্প এর, র্যাব -৫, রাজশাহীর একটি অভিযানিক দল অদ্য ২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৪ ঘটিকা হতে সন্ধ্যা ছয় ঘটিকা পর্যন্ত নাটোর জেলার, সিংড়া থানাধীন, বিল দহর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে টিসিবি তেল ৩৫০ লিটার সহ আসামি মোঃ শাহ আলম (২৪) , পিতা মৃত মোহাম্মদ আব্দুস সালাম, সাং -বিলদহর, থানা সিংড়া জেলা নাটোর হতে গ্রেফতার করে।
র্যাব-৫ আরো জানায়, এখন থেকে নাটোর ,রাজশাহী, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ সমস্ত জায়গায় এই অভিযান চলমান থাকবে।
প্রাথমিক জিজ্ঞাসা বাদে আসামি জানায়, তিনি দীর্ঘদিন হতে বিভিন্ন স্থানে টিসিবি ডিলারদের নিকট হতে সরকারি বিক্রয় নিষিদ্ধপন্ন (তেল) অধিক লাভের আশায় ক্রয় করে তার নিজ বাসায় মজুদ করে রাখে । তিনি দীর্ঘদিন ধরে সরকারি বিক্রয় নিষিদ্ধ পণ্য (তেল) কালোবাজারি করে আসছে।
উপরোক্ত ঘটনায় সিংড়া থানায় একটি মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে