
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
৩ ফেব্রুয়ারি ২০২৪, ৮:১৫ অপরাহ্ণ
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষের খবরের মধ্যে একটি গুলি বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে চলন্ত অটোরিকশায় লেগেছে। গুলির আঘাতে সিএনজিচালিত অটোরিকশার সামনের গ্লাস ফেটে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
নাম না বলার শর্তে তুমব্রু স্টেশনের স্থানীয় এক বাসিন্দা জানান, তুমব্রু উত্তর পাড়া রাস্তা দিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা আসছিল। এমন সময় একটি গুলি এসে লাগে চলন্ত অটোরিকশার সামনের গ্লাসে।
তিনি আরও জানান, মিয়ানমারের সীমান্ত এলাকায় গত দুদিন কিছুটা শান্ত ছিল। কিন্তু আজকে আবারও মিয়ানমার থেকে মর্টারশেল ও গুলির শব্দ শোনা যাচ্ছে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজকে ফোন দিলে তিনি বলেন, আমি এলাকায় নেই। নাইক্ষ্যংছড়িতে এমপি সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি।
স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমার দিক থেকে আসা একটি গুলিতে জিরো লাইন থেকে প্রায় আধা কিলোমিটার দূরে তুমব্রুর উত্তরপাড়া সড়ক দিয়ে যাওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশার উইন্ডশিল্ড ভেঙে যায়।