উচ্চশিক্ষায় আগ্রহী কুবি শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছেন মেরী
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
২৪ আগস্ট ২০২৩, ১:০৮ অপরাহ্ণ
গত ২২ আগষ্ট (মঙ্গলবার) ভোর ৪টা ৪৫ মিনিটে তিন সন্তানের জন্ম দিলেন কলাপাড়া উপজেলার মোসাঃ কুলসুম বেগম (৩৩)।
উপজেলার ১২ নং চম্পাপুর ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের আট মাসের অন্তঃসত্ত্বা কুলসুম বেগম সোমবার রাতে হঠাৎ অসুস্থ পড়লে তাকে পাশ্ববর্তী আমতলী উপজেলা হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন রোগীর অবস্থা বিবেচনা করে কর্তব্যরত চিকিৎসক তাকে পটুয়াখালী সদর হাসপাতালে রেফার করে।
সেখানে ভর্তি হলে রাত ৪টা ৪৫ মিনিটে নরমাল ভাবেই এক এক করে তিন সন্তানের জন্ম দেন তিনি। তিন সন্তানের মধ্যে একজন মেয়ে ও দুজন ছিল ছেলে সন্তান।
কুলসুম বেগমের স্বামী আঃ রহমান পন্ডিত (৩৭) বলেন, আল্লাহ আমাকে তিনটি নেয়ামত দান করেন, আবার তার জিম্মায় নিয়ে গেছেন।
প্রথম মেয়ে জন্মের সাথে সাথে মারা যায়। দ্বিতীয় ছেলে জন্মের ২ ঘন্টা পর আইসিউতে মারা যায় এবং তৃতীয় সন্তান ৫ ঘন্টা পর মারা যায়।
সন্তানদের এমন মৃত্যুতে মানুষিক ভাবে ভেঙে পড়েন আঃ রহমান ও কুলসুম দম্পতি।
বুধবার বিকাল ৩-৪৫ মিঃ মৃতঃ তিন শিশুর জানাজা সম্পন্ন হয়। শেষ খবর পাওয়া পযর্ন্ত তিন সন্তানের জননী কুলসুম বেগম শারীরিক ভাবে সুস্থ আছেন।