রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটনকে বহিষ্কারের দাবিতে বিক্ষুব্ধ জাবি


ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটনকে বহিষ্কারের দাবিতে বিক্ষুব্ধ জাবি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন এর পদত্যাগের দাবিতে গণসাক্ষর কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের ছয়টি হলের ছাত্রলীগ নেতাকর্মীরা।

এ দাবিতে আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সাড়ে চারটার দিকে গণসাক্ষর কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। গণসাক্ষর কর্মসূচির আনুষ্ঠানিক বক্তব্যে শাখা ছাত্রলীগের ভাইস-প্রেসিডেন্ট জাহিদুজ্জামান শাকিল স্লোগান দেন ‘এক দফা এক দাবি লিটন তুই কবে যাবি’, ‘লিটনের চামড়া তুলে নেবো আমরা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।।  

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সংসদ থেকে যে পবিত্র দায়িত্ব লিটন এর উপর অর্পন করা হয়েছে, স্বেচ্ছাচারিতা এবং নিজ স্বার্থ হাসিলের জন্য, দায়িত্ব অবহেলার জন্য জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তথা বাংলাদেশ ছাত্রলীগকে কলংকিত করেছে। তাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে টিকিয়ে রাখার জন্য নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে। আমাদের এই গণসাক্ষর কর্মসূচি আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকবে।

এর আগে, গত ২৩ জানুয়ারি লিটনের বিরুদ্ধে হল কমিটি দিতে ব্যর্থতা, কর্মীদের সময় না দিয়ে জমি দখলে মনোনিবেশ ও অন্য হলের নেতাকর্মীর সঙ্গে অশোভন আচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন ছয় হলের সাধারণ সম্পাদকের অনুসারীরা। চলমান এ বিদ্রোহে বিশ্ববিদ্যালয়ের কামালউদ্দিন হল, রবীন্দ্রনাথ, রফিক-জব্বার, আলবেরুনি হল, মীর মশাররফ, সালাম-বরকত হলের সাধারণ সম্পাদকের প্যানেলের নেতাকর্মীরা যোগ দেয়। একই দাবিতে গত ৩১ জানুয়ারি রাতে হাবিবুর রহমান লিটনের বিরুদ্ধে মিছিল করে বঙ্গবন্ধু হলের সামনে অবস্থান নিয়েছিলেন ছয়টি হলের নেতাকর্মীরা।