রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

সমস্যা নিরসনে জেলা প্রশাসক এর মতবিনিময়


২৪ আগস্ট ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ণ 

সমস্যা নিরসনে জেলা প্রশাসক এর  মতবিনিময়
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পটুয়াখালীর কলাপাড়ায় জেলা প্রশাসক মো.নূর কুতুবুল আলম এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের শহীদ শেখ কামাল স্মৃতি অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়।এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতাlলেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.শফিকুল আলম বাবুল, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন,অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ্বাস, আইনজীবী কল্যান সমিতির সভাপতি এ্যাড.নাথুরাম ভৌমিক, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। জেলা প্রশাসক সেইসব সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।