বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

হাজারী গুড় তৈরির গাছিদের সাথে মতবিনিময় সভা


২ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৫৬ অপরাহ্ণ 

হাজারী গুড় তৈরির গাছিদের সাথে মতবিনিময় সভা

মানিকগঞ্জের হরিরামপুরে হাজারী গুড় উৎপাদনে সম্পৃক্ত গাছিদের সাথে মতবিনিময় সভা | ছবি: আজকের প্রসঙ্গ

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

" শ্যামল নির্মল ঐতিহ্য মানিকগঞ্জ" স্লোগান সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে হাজারী গুড় উৎপাদনে সম্পৃক্ত গাছিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২ (ফ্রেরুয়ারি) শুক্রবার দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের হাজারী পল্লী শিকদারপাড়া গ্রামে মিজান  খন্দকার গাছির বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। মতবিনিময় সভায় হাজারী গুড় তৈরির গাছিরা তাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন। দিনে দিনে খেঁজুর গাছ বিলুপ্ত হওয়ায় খেঁজুর গাছ রোপণসহ সুদ মুক্ত ঋণের দাবি করেন গাছিরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. সাবিরুল ইসলাম জানান, খেঁজুর গাছ বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে জেলা প্রশাসন থেকে উপজেলায় ৫ লাখ খেঁজুর গাছ রোপণের কর্মসূচি হাতে নেয়া হয়েছেন। এছাড়াও উপজেলা প্রশাসন থেকে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় যেন এই খেঁজুর গাছ রোপণ করা হয় তারও প্রক্রিয়া করা যেতে পারে। বর্তমান যে গাছগুলো আছে তার যত্ন নিতে হবে। প্রয়োজনে কৃষি অফিস থেকে মাটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা পর্যায়ে সরকারের কৃষি ঋণের ব্যবস্থা আছে। কৃষি অফিসের মাধ্যমে কৃষক যেন সঠিকভাবে ঋণ পায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার রহমান এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও  জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লাবনী আক্তার, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান প্রমুখ।